জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত
১) সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ- উপকৃত মহিলার সংখ্যা= ৭৫০ জন
২) বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ (খাদ্য প্রক্রিয়াজাতকরণ)- উপকৃত মহিলার সংখ্যা= ২২৫ জন
৩) বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ (বিউটিফিকেশন)- উপকৃত মহিলার সংখ্যা= ২৬২ জন
৪) আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম - উপকৃত মহিলার সংখ্যা= ৩৩৭ জন
(মোট ঋণ বিতরন- ৩৩,৭০,০০০/=)
৫) নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (১ম ও ২য় পর্যায়)
ব্লক বাটিক ও স্ক্রীন প্রিন্ট- উপকৃত মহিলার সংখ্যা= ৫১০ জন
৬) জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)- উপকৃত মহিলার সংখ্যা= ৩৭০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস